যৌবন

ভাবনাগুলো ঝরা পাতার মতো বিক্ষিপ্ত,
মাঝে মাঝে একটু হাওয়া আসে, তাতে উড়ে বেড়ানোর ইচ্ছায় পাখা মেলে।
মূর্খ ভাবনাগুলো বারবার ভুলে যায়,
এরা আর সবুজ নয়, মগডালের সে যৌবন ফুরিয়েছে, ফুরিয়েছে বাতাসের সাথে মিতালী।
আহা! ঝরা পাতা,
কতই না উপহাস করতো নিচু মাটিকে,
বাতাসের ইন্ধনে গলাগলি করে সশব্দে হাসাহাসি করতো। কত সুখ, সামান্য বায়ুতেই যেন উৎসবে মেতে উঠতো।
কাল গিয়ে আকাল আসে,
সবুজ অবুঝ পাতা হলদেটে হয়,
রঙ বদলায় আকাশ, সাদা-নীল থেকে কালো, ভয়ঙ্কর কালো।
মৃদু-মন্দ-বন্ধু বাতাস রুদ্র-চণ্ডী হয়ে এক ধাক্কায়
পাতার যৌবন কাদাময় করে দেয়।
সেই থেকেই ভাবনাগুলো ঝরা পাতার মতো বিক্ষিপ্ত,
তবু বাতাসে উড়ার চেষ্টা,
মূর্খ গুলো বারবার ভুলে যায়, এরা আর সবুজ নয়।
এদের আর উচ্চতা নেই।

Comments

Popular Posts