আমি দরিদ্র নই



আমি দরিদ্র নই, দারিদ্রই আমার ধন,

পীড়া, ব্যথা, অভুক্ত উদর, আমার ধনের প্রকরণ।
অগণিত মোর সম্পদ, অগণিত মোর স্বত্ব,
সম্পদ মোর ক্লেশ, স্বত্ব অসহায়ত্ব।
আমি অসুখী নই, আমার ধরা ভরা সুখ,
মাথার উপর অসীম ছাদ, অশ্রু মিটায় ভুক।
আমার ধন কেড়ে নিবে, হতভাগা, কোন ছাড়?
দুঃখের উপর কেবল আমার একচ্ছত্র অধিকার।




#অভিজিত_নন্দি
ফটো ক্রেডিটঃ ফেসবুক

Comments

Popular Posts