নিঃশেষিত শূণ্যতা

যে শূণ্যতা অবলম্বন করে বেঁচেছি এতোকাল,
সে শূণ্যতাও ফুরিয়ে গেছে।
যে সোনালী স্বপ্নের ভস্ম দিয়ে দুঃস্বপ্নের এঁকেছিলাম ছবি,
ঝাপসা হয়ে গেছে তাও।
মনের পুষে রাখা রাগ, আজকাল মুচকি হাসি হাসে।
ঘৃণার স্তুপ বাড়তে বাড়তে যে পাহাড় হয়েছিলো,
সেখানে অচেনা ঘাসফুলেরা বাতাসের তালে নাচে।
অসংখ্য রজনী জাগা চোখ, এখন ঘুমায় কোলাহলে
বুকে বাঁধা পাথর, ক্ষয়ে গেছে, ক্ষয়ে গেছে ঝর্ণার জলে।
হাতের কাটা দাগটাও আর নেই, সময় মুছেছে তাও,
নিঃশেষ হতে হতে সব নিঃশেষ হয়ে গেছে,
যে শূণ্যতা অবলম্বন করে বেঁচেছি এতোকাল,
সে শূণ্যতাও ফুরিয়ে গেছে।

#অভিজিৎ_নন্দি

Comments

Popular Posts