স্মৃতি

উত্তরে হাওয়া
পুবের রবি,
নয়া বসন্ত
ফুলেল ছবি।
ঝরা পাতার মর্মর রবে
শুনছি ইতিহাস,
আর স্মৃতির পাহাড়
একটু একটু করে
করছে আমায় গ্রাস।
থেমে থেমে গিয়ে
ফিরছি নজর,
খুব একেলা
তোমার শহর।
শূণ্য গলির ফিসফিস রবে
শুনছি ইতিহাস,
আর স্মৃতির পাহাড়
একটু একটু করে
করছে আমায় গ্রাস।
স্ট্রীট লাইটের
আবছায়া আলো,
হাতে হাত রাখা
রাস্তাগুলো।
স্তব্ধ শীতল বায়ু শনশনে
বলছে ইতিহাস,
আর স্মৃতির পাহাড়
একটু একটু করে
করছে আমায় গ্রাস।

#অভিজিৎ_নন্দি

Comments

Popular Posts