কেমন চাই

হাসার মতো হাসলে সখি
না হেসে কেউ পারে?
বাসার মতো বাসলে ভালো
না বেসে কেউ পারে?
আমি সন্ধানি সে চোখ
আমি সন্ধানি সে মন
যে আমারে রাখবে তারায়
জপবে মনে মন।
আমার সবকিছুতে পাবে যে তার
পরম সুখের খোঁজ,
আমার অপূর্ণতা ঘুচিয়ে আমায়
গুছিয়ে রাখবে রোজ।
আমার উদাস হওয়ার সময়খানি
রাখবে চেপে বুকে,
আমার বাঁ পাশের বুকটা জুড়ে
থাকবে সুখে দুঃখে।
আমায় রাখবে একটু সামলে
আমায় রাখবে শাসন করে,
জীবন মন ভালোবাসা মোর
দিবো তাহার তরে।।
আমি কঠিন, আমি পাথর
উষরে ফুল ফুটাবে খুঁজি তারে
বাসার মতো বাসলে ভালো
না বেসে কেউ পারে?

#অভিজিৎ_নন্দি

Comments

  1. বাসার মত বাসলে ভালো
    না বেসে কেউ কি থাকতে পারে

    ReplyDelete

Post a Comment

Popular Posts