বধূ-প্রকৃতি



সকাল-ধরণী আজ সিক্ত,
রাত্রি বাসরে অভিষিক্ত।
গাছগুলো ডাল-ভাঙ্গা, এলো মেলো পত্র
যেন নবীনা বধূ, এলোমেলো কেশ, কাজলিত নেত্র।
কপালে সিঁদুর যেন কৃষ্ণচূড়ার ফুল
ভূমি মাঝে ছড়াছড়ি হইয়া ব্যতিব্যাকুল।
স্নিগ্ধ শীতল হাওয়া মেঘ রঙ আকাশে
যেন পল্লবসম অধর খানি হাসে।
মেঘ মাঝে, মাঝে-মাঝে, উঁকিছে যে ভাস্কর
যেন বধূ চাহিয়া লুকাইলো আঁখি নজর।
 

অভিজিৎ নন্দি 
২৫০৫২০১৯

Comments

Popular Posts