ভবঘুরে

গাঁ খানা ভাসিয়ে চলেছি
কখনো জলের তোড়ে কিছুসময় ঘূর্ণিপাকে
আবার কখনো বা হেঁচকা টানে বানে
বহুদূর এগিয়ে চলেছি।
একটু কাদায় মাখামাখি
ধারে লেগে থাকা ঘাসের কানে
আবার কখনো ভাসা গাছের বদনে
ভর দিয়ে বা পাশাপাশি ভাসি।
দু'ধারের গল্প শুনি
রমণীর ভেজা চুলের গন্ধ
কৃষকের ঘাম জড়ানো গামছা
ভেসে ভেসে গল্প গুণি।
সূর্য দেখি
মোহনায় রঙ ছরাচ্ছে সোনালী
এ-জলে সে-জল মিশে একাকার
কখনো উপর কখনো নিচে
তারপর ডুবে যাওয়া হাহাকার।
শুনেছি সমুদ্রটা অনেক বড়
হয়তো গন্তব্য আমার এখানেই
হয়তো জলোচ্ছ্বাস জাগবো আবার
তখন সমুদ্র দেখবো।।
Abhijeet Nandi
10/6/2018

Comments

Popular Posts