শরৎ



হাওয়া দখিনে-উত্তরে, পাতায় পাতা ঘসে গাছেরা কথা বলে,
সদ্য সমাপ্ত পশলা বৃষ্টির চিহ্ন লজ্জাবতী গাছে, ধানের ক্ষেতে বাতাস খেলে। 
মাথায় ঝাকড়া চুলের বোঝা নিয়ে দাঁড়িয়ে আছে তাল গাছ। 
লাউয়ের ডগায় স্নান করা সাদা ফুল ছোট্ট বালকের মত একঘেয়েমি নাচছে।
ধইঞ্চা ক্ষেতে চড়ুইদের চড়ুইভাতি আয়োজন হয়েছে বোধ হয়। 
একঝাক এই উড়ে গেলো আর এক ঝাক এসে বসছে।
মাঠে বাঁধা গরু আর তার বাছুরের ডাক। 
বিদ্যুতের তারে বসা শালিক-ফিঙ্গে। 
বরষায় বেড়ে উঠা ঝোপে অপরিচিত ফুল।
আবির, সাদা, কালো, নীলের আকাশ।
একদিন শরতে।

#অভিজিৎ_নন্দি

Comments

Popular Posts