সন্ধ্যা প্রেম

সন্ধ্যা রাত, সারে সাত,ছুটছি শাহবাগে
ঝুম বৃষ্টি, কর্দম আর গা জ্বলছে রাগে।
ইশ, সবাই কেমন প্রেম করছে, ভিজছে পরীর দল
মাথা নিচু করে আমি চলেছি পেরিয়ে রোকেয়া হল।
মাঝে মাঝে বিদ্যুৎ চমকায়,
আমি ভাবি এবার গেলাম, হায়।
অতীতেও এই হয়েছে আরো
খুদকেই পারছি গালি ''এইবার মরো মরো''।
বজ্রালোতে চমকি আমি, ভীত সন্ত্রস্ত
পথিমধ্যে জুতাখানা মোর হইলো ক্ষতিগ্রস্ত।
যাহোক পৌঁছি শাহবাগ, পেলাম বন্ধুর সাক্ষাৎ
বৃষ্টি কাঁদছে যেন তারে কেও বকেছে অকস্মাৎ
দাঁড়িয়ে দু'ভাই করছি আলাপ কতোনা সুখ দুখের
পাশেই এসে দাঁড়ালো এক কন্যা বড়ই রূপের
দেখছি তারে আঁঁড় চোখে হঠাৎ চোখাচোখি
মনেমন হেসেই চলেছি, সেও দেখছে ঠিকই।
তারপর কতক বার কথা হলো চোখে চোখে
কত ভাব যেন হলো চালাচালি কিছু না বলেই মুখে
একটু হাসলো বুঝি সে, আমি ভাবি, ''গুরু বর পেয়েছো বর''
বাসটা ঠিক তখনি এলো, সে চললো জাহাঙ্গীরনগর।

#অভিজিৎ_নন্দি

Comments

Popular Posts