বইমেলা ছন্দ


ঘুম খাওয়া কসরতে দিন করে পার
সন্ধ্যার দিকে ভালো লাগছেনা আর
কই ডাকি রুমমেটে কাজ কি এবেলা?
হয়ে যাবে নাকি এক পাক বই-মেলা।
সায় দিলো রুমমেটে এবেলাতে খালি
বললাম বই নিবো "মুজতবা আলী"।
চললাম দুজনেতে বইমেলা প্রান্তর
মেলাতে এবার বেশ ভালো যোগ-যন্তর।
পরিপাটি পরিবেশ নেই হিজিবিজি
সবেতো শুরুর দিক ভাবি আমি নিজ-ই
টিউশন আছে তাই করে তাড়াতাড়ি
ঘুরে ফিরে বেড়ালাম পুরো এক সারি।
মঞ্চ করেছে দেখি একবারে শেষে
লেখক করিছে বায়াঁ সেখানেতে এসে
বর্ণি তবে আমি সেই কিছু ক্ষন
হোস্ট আর লেখকের কথোপকথন
" কি লিখিছো কবিতায় কও বিস্তারি"
"লিখিছি মানব আর জীবন তাহারি"
"লেখা আছে প্রেম যে বই প্রচ্ছদে"
"জীবনই তো প্রেম, অধ্যায় অনুচ্ছেদে"।
সেখান থেকে ফিরি " মুজতবা" খুঁজি
এবারেতে হবে না মনে উঠি বুঝি।
সময় হায় যে গেলো কেমন করে,
এই ভাবি ফিরি আসি, আসবো পরে।

#Abhijeet_Nandi

Comments

Popular Posts