স্মৃতি

প্রতি রাতেই সিন্ধুকটা খুলে বসি
যখন সময় ছিলো তখন সঞ্চয় করিনি বলে তেমন কিছু নেই আজ সিন্ধুকে।
তাও বসি, ভালো লাগে।
ভাণ্ডার নেহাত কম নয়। 
কয়েকটা রঙ্গিন কলম, একটা ডায়রি,
কিছু পত্র, কিছু সভেনিয়র আর কিছু শায়েরি।
স্মৃতি আর স্বপন গুলো তখন মাথায় চড়ে বসে,
আমি সামলাই নিজেকে।
চোখগুলো খোলা থাকে তবু যেন কিছুই দেখি না,
সম্ভবত যুদ্ধ করেই নিজেকে নিয়ে ফিরি।
হ্যাঁ, এই যুদ্ধটাই শিখেছি এতো দিনে।
তারপর সিন্ধুকটা বন্ধ করে রাখি, সদূর ভবিষ্যতের জন্য।

Comments

Popular Posts