আপন পর

আপনকে তো হলো চেনা ঢের
অরুচি ধরেছে আপনে,
চললাম তাই পথের পরে
পর পর দিন যাপনে।
জানি, মায়া টানবে পিছু
আবেগ, শিকল দিবে পায়
আমি, মাথা করে নিচু
হাঁটবো সীমানায়।
প্রকাশ্যের সেই চেনা মানুষ সব
আড়ালে অন্য রূপ,
আদর্শ মোর আমারে ডুবাতে
খুদেছে অন্ধ কূপ।
সেই প্রিয়তম
যার আঁখিতে স্বর্গ দেখেছি আমি,
হাতে হাত রেখে স্বপ্ন দেখেছি চলার,
তারে যেন কেউ নিয়ে গেছে তুলে
রাজকুমার সে পংখীরাজে সাওয়ার।
তাই আর বাকি নেই কিছু এখানে
উদ্দেশ্যহীন যাত্রা, যেখানে আপন নাই সেখানে।

অভিজিৎ নন্দি 

Comments

Popular Posts