ডিম্ব

ডিম্ব দিবস আজ, রেখে সকল কাজ, চল খামারবাড়ি
তিন টাকায় ডিম বিলাচ্ছে, চল যাই তাড়াতাড়ি।
সংগে করে সঙ্গী করে নিয়ে নিস কজন লোক
ডিম কি আমি ফ্রি আনবো নাকি? এটা আমার হক।
যেতে হবে খুব জলদি, যদি সম্ভব হয় থাকতে রাত
সকাল না হতেই একি দেখি, অব্যবস্থাপনা আর পক্ষপাত?
তবে হোক আন্দোলন, হোক যুদ্ধ,
ডিম না পেলে ঘরে যাবো না, গেলে যাবো ডিম সুদ্ধ।
এটা আবার কি শুনি আমি, ডিম নাই ডিম নাই,
চলো একসাথে আওয়াজ তুলি ডিম চাই ডিম চাই।
তা না হলে সবাই মিলে দাও একসাথে হাতে তালি
৯০ টা না হোক দিয়ে দাও ভাই কয়েক হালি।
পুলিশ কেন? আমরাও কি যাই কম নাকি?
ভাং সব ডিম, এটা মঘের মুল্লুক নাকি শুভংকরের ফাঁকি
লাঠির বদলে পাটকেল হবে,
আমি বাঙালি দমেছি কবে?
ভোর রাত থেকে অপেক্ষাতে হলো অর্ধেক দিন
তামাশা নাকি? নিয়েই যাবো আমার ভাগের ডিম।

অভিজিৎ নন্দি

Comments

Popular Posts