কবি

কে বলে আমি কবি?
আমি ছন্দ মিলাই, ছন্দ।
একটু আধটু অন্ত মিলে
বাক্য যুগল-বন্দ।
যৌবনে সবাই কবি
প্রেম ছন্দ বয় ধমনিতে
ছন্দ তখন আকাশ তারায়
ছন্দ রমনীতে।
যৌবনে সবাই কবি
মাথা ভর্তি নজরুল-রবি
সাধারন কথা বের হয়ে আসে সুরে
স্বপ্নের রথ চলে দিগন্তে অজানা অচিনপুরে।
কে বলে আমি কবি?
এসব যৌবনের টান,
বয়সের সাথে সাথে দেখো
হয়ে যাবে সব ম্লান।

#অভিজিৎ নন্দি

Comments

Popular Posts