আঁধারের সাথে সন্ধি

 সূর্য উঠে, সন্ধ্যা নামে প্রতিদিন
তবু রাত পোহায় না আমার,
হরদম ভাবি, এই বুঝি ডাকলো পাখি
জানালা খুলে দেখি আঁধার, রাত এখনো অনেক বাকি।
প্রহর গুণি, কখন কেও ডেকে উঠে নাকি
অনন্ত সময় চলে যায়, আসে, ফের চলে যায়।
আমি প্রহর গুণি, অক্লান্ত জাগরিত আঁখি, অতৃপ্ত অভিপ্রায়।
রাত আরো বাড়ে, তমসা আরো ঘন হয়
মন মাঝে শংকা, এ রাত পোহাবার নয়।
কোথাও কোন শব্দ নেই
এতো রাতে ঝিঁঝিঁ পোকাও ডাকছে না,
আড়মোড়া ভাঙ্গছেনা গাছেরাও।
রাতের সাথে সাথে শংকাও গভীর হয়।
সুদীর্ঘ কাল কেটে গেছে তারপর
আঁধার এখন জানালাটাও গ্রাস করেছে,
গ্রাস করেছে বাইরে দেখার ইচ্ছেটাও,
হয়তো ভালোবেসে ফেলেছি,
হয়তো মেনে নিয়েছি সবকিছু,
বাইরের ঝকঝকে আলোতে
অন্ধকারটা বয়ে নিয়ে চলছি মনে
সূর্য হয়তো উঠবে না আর কোন ক্ষণে।

#অভিজিৎ নন্দি

Comments

Popular Posts